ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

বরগুনায় নারীকে পিটিয়ে জখম, থানায় মামলা

বরগুনায় শত্রুতার জের ধরে এক নারীকে পিটিয়ে জখম করার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ মার্চ) সকালে সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের পশ্চিম ঘুদিঘাটা গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় বরগুনা থানায় একটি মামলা হয়েছে।


ভুক্তভোগী গৃহবধূ মালেকা বেগম (৫০) একই এলাকার সেলিম গাজীর স্ত্রী।


মামলাসূত্রে জানা যায়, শনিবার সকাল ৮ টায়  মালেকা বেগম তার বাড়ির সামনে জমিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সেন্টু গাজীর ছেলে আরিফ গাজী অকথ্য ভাষায় গালি গালাগালি করে। লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটায় ও বুকের উপর লাথি মারে, লাঠির আঘাত মালেকা বেগম রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পরে । 

 মালেকা বেগম ডাক চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্বার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। 


এবিষয়ে স্থানীয়রা জানায়, বিগত ৬মাস আগে একই এলাকার এক বৃদ্ধ কে মেরে মেরুদন্ড ভেঙে দিয়েছে এই আরিফ গাজী।  এতে তেমন বিচার পায়নি সেই বৃদ্ধ। চিরতরে পঙ্গু হয়ে বেচে আছেন বৃদ্ধা। এলাকাবসী আরো বলেন  আরিফ গাজী একজন মাদক সেবনকারী।  আমরা এই আরিফ গাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।  


এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।  আসামিকে গ্রেফতার করতে পুলিশি ততপরতা অব্যাহত আছে। 



ads

Our Facebook Page